📖 Surah: আল মায়েদা — Ayat: 1
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَوْفُوْا بِالْعُقُوْدِ ؕ۬ اُحِلَّتْ لَكُمْ بَهِیْمَةُ الْاَنْعَامِ اِلَّا مَا یُتْلٰی عَلَیْكُمْ غَیْرَ مُحِلِّی الصَّیْدِ وَ اَنْتُمْ حُرُمٌ ؕ اِنَّ اللّٰهَ یَحْكُمُ مَا یُرِیْدُ
হে ঈমানদারেরা, তোমরা অঙ্গীকারসমূহ পূরণ করো। তোমাদের জন্যে গৃহপালিত চতুষ্পদ প্রাণী খাওয়া হালাল করা হলো। তবে কিছু প্রাণী হারাম থাকবে, যার আলোচনা সামনে করবো। আর মনে রেখো, ইহরাম বাধা অবস্থায় সব ধরনের শিকার করা থেকে বিরত থাকবে। নিশ্চয়ই আল্লাহ নিজ ইচ্ছানুযায়ী হুকুম জারি করেন।