Search Results – Ayat by Keyword

📖 Surah: আল বাকারা — Ayat: 3
الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِالْغَیْبِ وَیُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَۙ
কেননা তারা (এক) ঈমান রাখে গায়েবের প্রতি, (দুই) নামাজ কায়েম করে এবং (তিন) আমার দেয়া জীবিকা থেকে ন্যায়পন্থায় খরচ করে।
📖 Surah: আল বাকারা — Ayat: 4
وَالَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ ۚ وَبِالْاٰخِرَةِ هُمْ یُوْقِنُوْنَ
(চার) তোমায় দেয়া অহিকে তারা সত্যবলে মানে এবং পূর্ববর্তী সব অহিকেও সত্যবলে স্বীকার করে। (পাঁচ) আর তারা মজবুতভাবে আখেরাতের উপর ঈমান রাখে।
📖 Surah: আল বাকারা — Ayat: 6
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَیْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا یُؤْمِنُوْنَ۶ خَتَمَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَعَلٰی سَمْعِهِمْ ؕ وَعَلٰۤی اَبْصَارِهِمْ غِشَاوَةٌ ؗ وَّ لَهُمْ
নিশ্চয়ই যারা সত্যকে অস্বীকার করে, ওদের তুমি সতর্ক করো কিংবা নাই করো- ওদের জন্যে দুটোই সমান। ওরা কখনোই ঈমান আনবে না।
📖 Surah: আল বাকারা — Ayat: 8
وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَ بِالْیَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِیْنَۘ
এদিকে কিছু লোক বলে বেড়ায়, আমরা আল্লাহর উপর ঈমান রাখি এবং শেষ বিচারের দিনকেও মানি। অথচ ওরা মুমিনদের দলের সাথে নেই।
📖 Surah: আল বাকারা — Ayat: 13
وَاِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْۤا اَنُؤْمِنُ كَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰكِنْ لَّا یَعْلَمُوْنَ
ওদের যদি বলা হয়, সত্যিকার ঈমানদারদের মতো তোমরাও ঈমান আনো। ওরা উত্তর দেয়, আমরা কি ঐসব বোকাদের মতো ঈমান আনবো? খবরদার! নিঃসন্দেহে ওরাই বোকার দল। বাস্তবে ওরা অজ্ঞতা-মূর্খতার মধ্যে ডুবে আছে।