Search Results – Ayat by Keyword

📖 Surah: আল বাকারা — Ayat: 10
فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ ۙ فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌۢ ۙ۬ بِمَا كَانُوْا یَكْذِبُوْنَ
ওদের মনের মধ্যে মুনাফিকি রোগ রয়েছে। আল্লাহ সে রোগের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছেন। হায়! ক্রমাগত মিথ্যাচারের কারণে এখন ওদের জন্যে অপেক্ষা করছে কেবল যন্ত্রণাদায়ক শাস্তি।
📖 Surah: আল বাকারা — Ayat: 11
وَاِذَا قِیْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ ۙ قَالُوْۤا اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ
যখন ওদের বলা হয়, জনপদে তোমরা বিশৃঙ্খলা করো না, তখন ওরা দাবি করে, আমরাতো এসব শান্তি রক্ষার জন্যেই করছি।
📖 Surah: আল বাকারা — Ayat: 12
اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰكِنْ لَّا یَشْعُرُوْنَ
না! সাবধান! ওরাই আসল বিশৃঙ্খলাকারী। তবে ওরা এসবের ফল বুঝতে পারছে না।
📖 Surah: আল বাকারা — Ayat: 13
وَاِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْۤا اَنُؤْمِنُ كَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰكِنْ لَّا یَعْلَمُوْنَ
ওদের যদি বলা হয়, সত্যিকার ঈমানদারদের মতো তোমরাও ঈমান আনো। ওরা উত্তর দেয়, আমরা কি ঐসব বোকাদের মতো ঈমান আনবো? খবরদার! নিঃসন্দেহে ওরাই বোকার দল। বাস্তবে ওরা অজ্ঞতা-মূর্খতার মধ্যে ডুবে আছে।