1. আল ফাতিহা

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَۙ 1
1. সকল প্রশংসা ও কৃতজ্ঞতা মহাবিশ্বের রব মহান আল্লাহর জন্যে।
الرَّحْمٰنِ الرَّحِیْمِۙ 2
2. তিনি অতি দয়াবান, অতি মেহেরবান।
مٰلِكِ یَوْمِ الدِّیْنِؕ 3
3. তিনি বিচার দিনের একমাত্র মালিক।
اِیَّاكَ نَعْبُدُ وَاِیَّاكَ نَسْتَعِیْنُؕ 4
4. হে আমাদের রব, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই।
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَۙ 5
5. আমরা তোমার কাছে সহজ-সঠিক পথের দিশা চাই।
🔑 Keywords: সঠিক
صِرَاطَ الَّذِیْنَ اَنْعَمْتَ عَلَیْهِمْ 6
6. কাজেই তোমার অনুগ্রহপ্রাপ্তদের জীবনপথে আমাদের চালিত করো।
غَیْرِ الْمَغْضُوْبِ عَلَیْهِمْ وَلَا الضَّآلِّیْنَ۠ 7
7. আর অভিশপ্ত ও পথভ্রষ্টদের পথ থেকে আমাদের রক্ষা করো।