100. আল-আদিয়াত

وَ الْعٰدِیٰتِ ضَبْحًاۙ 1
1. কসম ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়াগুলোর।
فَالْمُوْرِیٰتِ قَدْحًاۙ 2
2. যাদের ক্ষুরের আঘাতে স্ফুলিংগ বিচ্ছুরিত হয়।
فَالْمُغِیْرٰتِ صُبْحًاۙ 3
3. যারা খুব ভোরে অতর্কিত আক্রমণ চালায়।
فَاَثَرْنَ بِهٖ نَقْعًاۙ 4
4. যারা চারদিক ধূলায় আচ্ছন্ন করে ছুটতে থাকে।
فَوَسَطْنَ بِهٖ جَمْعًاۙ 5
5. যারা শত্রু শিবিরের ভিড়ে ঢুকে সব তছনছ করে দেয়।
اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَكَنُوْدٌۚ 6
6. আসলে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।
وَ اِنَّهٗ عَلٰی ذٰلِكَ لَشَهِیْدٌۚ 7
7. এ ব্যাপারে সে নিজেই বড় সাক্ষী।
وَ اِنَّهٗ لِحُبِّ الْخَیْرِ لَشَدِیْدٌؕ 8
8. কারণ, সে পার্থিব ধন-সম্পত্তির মোহে বড়ই আসক্ত।
اَفَلَا یَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِی الْقُبُوْرِۙ 9
9. আফসোস! তবে কি সে জানে না যে, কিয়ামতের দিন সবাইকে কবর থেকে তুলে আনা হবে?
وَ حُصِّلَ مَا فِی الصُّدُوْرِۙ 10
10. এবং তাদের অন্তরে লুকানো জিনিস পর্যন্ত প্রকাশ করে দেয়া হবে?
اِنَّ رَبَّهُمْ بِهِمْ یَوْمَئِذٍ لَّخَبِیْرٌ۠ 11
11. সেদিন লোকদের কী পরিণতি ঘটবে, তা তাদের রব ভালো করেই অবহিত আছেন।