99. আয-যিলযাল
اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَاۙ 1
1. যখন পৃথিবী ভয়াবহ কম্পনে প্রকম্পিত হবে,
وَ اَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَاۙ 2
2. আর জমিন তার ভিতরে থাকা সবকিছু বাইরে বের করে দেবে,
وَ قَالَ الْاِنْسَانُ مَا لَهَاۚ 3
3. তখন মানুষ আর্তনাদ করে বলতে থাকবে, হায়! কী হচ্ছে এসব?
یَوْمَئِذٍ تُحَدِّثُ اَخْبَارَهَاۙ 4
4. সেদিন জমিন তার বুকের উপর ঘটে যাওয়া প্রতিটি ঘটনা এক এক করে বয়ান করতে থাকবে।
بِاَنَّ رَبَّكَ اَوْحٰی لَهَاؕ 5
5. কারণ তোমার রব জমিনকে সাক্ষ্য দেবার জন্য কথা বলার হুকুম দিবেন।
یَوْمَئِذٍ یَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ۙ۬ لِّیُرَوْا اَعْمَالَهُمْؕ 6
6. সেদিন মানুষকে আলাদা আলাদাভাবে হিসেবের মুখোমুখি করা হবে, যাতে তারা পৃথিবীতে যা কিছু করে এসেছে, তা ভালো করে দেখতে পায়।
فَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَیْرًا یَّرَهٗؕ 7
7. ফলে দুনিয়ায় কেউ অণু পরিমাণ সৎকর্ম করে থাকলেও, সেদিন তা যেমন দেখতে পাবে,
وَ مَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا یَّرَهٗ۠ 8
8. একইভাবে অণু পরিমাণ খারাপ কাজ করে থাকলেও, তাও সে দেখতে পাবে।