102. আত-তাকাসুর

اَلْهٰىكُمُ التَّكَاثُرُۙ 1
1. হে মানুষ! বেশি বেশি পার্থিব ভোগের প্রতিযোগিতা তোমাদের ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছে।
حَتّٰی زُرْتُمُ الْمَقَابِرَؕ 2
2. এমনকি, তোমরা এ অবস্থায় কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছো।
كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ 3
3. না, এমনটা করা উচিত নয়। সময় এলেই তোমরা এ সত্যটা জানতে পারবে।
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَؕ 4
4. হ্যাঁ! আবারো বলছি, খুব অল্প সময়েই তোমরা এ সত্যটা জানতে পারবে।
كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْیَقِیْنِؕ 5
5. না, কখনো নয়। সত্যের ব্যাপারে তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে তোমরা মোহাচ্ছন্ন হতে না।
لَتَرَوُنَّ الْجَحِیْمَۙ 6
6. সন্দেহ নেই, তোমরা একদিন জাহান্নাম দেখতে পাবে।
ثُمَّ لَتَرَوُنَّهَا عَیْنَ الْیَقِیْۙنِ 7
7. আবারো বলছি, হ্যাঁ! তোমরা অবশ্যই নিজ চোখে জাহান্নাম দেখবে।
ثُمَّ لَتُسْـَٔلُنَّ یَوْمَئِذٍ عَنِ النَّعِیْمِ۠ 8
8. মনে রেখো, সেদিন তোমাদের প্রত্যেককে আল্লাহর দেয়া নেয়ামত দ্বারা কী করেছিলে তার হিসাব দিতে হবে।