اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَ تَوَاصَوْا بِالْحَقِّ ۙ۬ وَ تَوَاصَوْا بِالصَّبْ۠رِ 3
3. কেবল তারাই বাঁচতে পেরেছে, যারা আল্লাহর সত্যবাণীকে মেনে নিয়েছে, জীবনভর সৎকর্ম করেছে, পরস্পরকে সত্যের পথে চলতে উদ্বুদ্ধ করেছে এবং সকল বাধা-বিপত্তি মাড়িয়ে সত্যের পথে দৃঢ় থাকার উৎসাহ যুগিয়েছে।