108. আল-কাউসার
اِنَّاۤ اَعْطَیْنٰكَ الْكَوْثَرَؕ 1
1. হে নবী, আমি অবশ্যই তোমাকে কাওসার-অফুরন্ত কল্যাণ দান করেছি।
فَصَلِّ لِرَبِّكَ وَ انْحَرْؕ 2
2. অতএব তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো।
اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ۠ 3
3. নিশ্চয়ই তোমার সাথে যারা বিদ্বেষ-শত্রুতা করে, শেষ পর্যন্ত ওরাই হবে নির্বংশ।