107. আল-মাঊন

اَرَءَیْتَ الَّذِیْ یُكَذِّبُ بِالدِّیْنِؕ 1
1. হে নবী, যে বিচার দিনকে অস্বীকার করে, তুমি কি তার পরিণতি ভেবে দেখেছো?
فَذٰلِكَ الَّذِیْ یَدُعُّ الْیَتِیْمَۙ 2
2. এ ধরনের লোকেরা এতিমদের সাথে দুর্ব্যবহার করে।
وَ لَا یَحُضُّ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِؕ 3
3. দরিদ্র-অসহায়দের খাবার দিতে পরস্পরকে উদ্বুদ্ধ করে না।
فَوَیْلٌ لِّلْمُصَلِّیْنَۙ 4
4. হায়! দুর্ভোগ সেসব নামাজীদের জন্যেও,
الَّذِیْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ 5
5. যারা নিজেদের নামাজের ব্যাপারে বড়ই উদাসীন।
الَّذِیْنَ هُمْ یُرَآءُوْنَۙ 6
6. হায়! ওরা কেবল লোক দেখানোর জন্য গা-ঢাকা ইবাদত করে।
وَ یَمْنَعُوْنَ الْمَاعُوْنَ۠ 7
7. দুর্ভোগ ওদের জন্যেও, যারা নিত্যপ্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানেও বিরত থাকে।