110. আন-নাসর
اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَ الْفَتْحُۙ 1
1. যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে,
وَ رَاَیْتَ النَّاسَ یَدْخُلُوْنَ فِیْ دِیْنِ اللّٰهِ اَفْوَاجًاۙ 2
2. তখন দেখবে হে নবী, লোকেরা দলে দলে আল্লাহর দ্বীন কবুল করছে।
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَ اسْتَغْفِرْهُ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا۠ 3
3. অতএব সে সময় তুমি তোমার রবের সপ্রশংস মহিমা ঘোষণা করো। তাঁর প্রতি কৃতজ্ঞ হও এবং ভুলত্রুটির জন্য তাঁর নিকট ক্ষমা চাও। নিশ্চয়ই তিনি বড়ই তওবা কবুলকারী।