111. আল-মাসাদ (লাহাব)
تَبَّتْ یَدَاۤ اَبِیْ لَهَبٍ وَّ تَبَّؕ 1
1. ধ্বংস হয়েছে আবু লাহাবের দুই হাত। ধ্বংস হয়েছে সে নিজেও।
مَاۤ اَغْنٰی عَنْهُ مَالُهٗ وَ مَا كَسَبَؕ 2
2. ওর ধন-সম্পত্তি ও আয়-উপার্জন, ওর কোনো উপকারে আসেনি।
سَیَصْلٰی نَارًا ذَاتَ لَهَبٍۚۖ 3
3. সন্দেহ নেই, অচিরেই সে জাহান্নামের লেলিহান শিখায় নিক্ষিপ্ত হবে।
وَّ امْرَاَتُهٗ ؕ حَمَّالَةَ الْحَطَبِۚ 4
4. সাথে ওর স্ত্রীও থাকবে, যে সব সময় ওর অপকর্মে ইন্ধন যোগাতো।
فِیْ جِیْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ۠ 5
5. হায়! সেদিন ওর স্ত্রীর গলায় শক্ত পাকানো রশির বেড়ি পরানো থাকবে।