113. আল-ফালাক
قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ 1
1. হে নবী, বলো, আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের রবের কাছে।
مِنْ شَرِّ مَا خَلَقَۙ 2
2. আশ্রয় চাচ্ছি, তাঁর সৃষ্টির প্রতিটা অনিষ্ট থেকে।
وَ مِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ 3
3. রাতের অন্ধকারে ধেয়ে আসা প্রতিটি অনিষ্ট থেকে।
وَ مِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِی الْعُقَدِۙ 4
4. গিরায় ফুৎকারদানকারীদের যাদুর অনিষ্ট থেকে।
وَ مِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ۠ 5
5. এবং হিংসুকের হিংসার অনিষ্ট থেকে।