114. আন-নাস

قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ 1
1. হে নবী, বলো, আমি আশ্রয় নিচ্ছি মানুষের রবের,
مَلِكِ النَّاسِۙ 2
2. মানুষের মালিকের,
اِلٰهِ النَّاسِۙ 3
3. মানুষের ইলাহের।
مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۙ۬ الْخَنَّاسِ۪ۙ 4
4. বারবার আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে,
الَّذِیْ یُوَسْوِسُ فِیْ صُدُوْرِ النَّاسِۙ 5
5. যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়।
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ۠ 6
6. হোক সে জিন কিংবা মানুষ।