104. আল-হুমাযা

وَیْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِۙ 1
1. ধ্বংস এমন প্রত্যেক জন্য, যে সামনা-সামনি অন্যের সাথে দুর্ব্যবহার করে কিংবা পেছনে-পেছনে পরনিন্দা করে।
ِ۟الَّذِیْ جَمَعَ مَالًا وَّ عَدَّدَهٗۙ 2
2. ধ্বংস তার জন্য, যে শুধু সম্পদ জমায়, আর গুণে গুণে রাখে; কিন্তু খরচ করে না।
یَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗۚ 3
3. আর ভাবে, সে এ ধন-সম্পদের কারণে চিরকাল বেঁচে থাকবে।
كَلَّا لَیُنْۢبَذَنَّ فِی الْحُطَمَةِؗۖ 4
4. না, কখনো নয়। অবশ্যই সে হুতামায় নিক্ষিপ্ত হবে।
وَ مَاۤ اَدْرٰىكَ مَا الْحُطَمَةُؕ 5
5. তুমি কি জানো, সে হুতামা আসলে কী জিনিস?
نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُۙ 6
6. তা হচ্ছে, আল্লাহর প্রজ্বলিত আগুনের চুল্লি, যার আগুন প্রচন্ডভাবে উৎক্ষিপ্ত হয়।
الَّتِیْ تَطَّلِعُ عَلَی الْاَفْـِٕدَةِؕ 7
7. যা পাপীদের হৃদয় পর্যন্ত পুড়িয়ে ছাড়বে।
اِنَّهَا عَلَیْهِمْ مُّؤْصَدَةٌۙ 8
8. সেদিন এসব চুল্লির মুখ ঢেকে রাখা হবে।
فِیْ عَمَدٍ مُّمَدَّدَةٍ۠ 9
9. এমনকি, বিশাল বিশাল স্তম্ভ দ্বারা এসব চুল্লিকে ঘেরাও করে রাখা হবে।