105. আল-ফীল

اَلَمْ تَرَ كَیْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِیْلِؕ 1
1. হে নবী, তুমি কি জানো যে, হস্তিবাহিনীকে তোমার রব কিভাবে ধ্বংস করেছিলেন?
اَلَمْ یَجْعَلْ كَیْدَهُمْ فِیْ تَضْلِیْلٍۙ 2
2. ভেবে দেখো, তিনি কি ওদের চক্রান্তকে পুরোপুরি ব্যর্থ করে দেননি?
وَّ اَرْسَلَ عَلَیْهِمْ طَیْرًا اَبَابِیْلَۙ 3
3. শোনো! তিনি হস্তিবাহিনীর মোকাবেলায় পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি।
تَرْمِیْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّیْلٍ۪ۙ 4
4. যারা ওদের উপর কঙ্করপাথর নিক্ষেপ করলো।
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُوْلٍ۠ 5
5. ফলে পুরো হস্তিবাহিনীই মাটিতে মিশে গেলো পশুর চিবানো লতাপাতার মতো।