106. আল-কুরাইশ

لِاِیْلٰفِ قُرَیْشٍۙ 1
1. যেহেতু কুরাইশরা এখন ব্যবসা-বাণিজ্যে বেশ অভ্যস্ত হয়েছে।
اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَآءِ وَ الصَّیْفِۚ 2
2. শীত-গ্রীষ্মে ওরা নিশ্চিন্ত-নিরাপদে বাণিজ্যযাত্রা করছে।
فَلْیَعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَیْتِۙ 3
3. কাজেই যে কাবাঘরের সম্মানে ওরা এ সুযোগ পেলো, ওদের উচিত সে কাবাঘরের মালিক এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করা।
الَّذِیْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ ۙ۬ وَّ اٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ۠ 4
4. কেননা তিনিই ওদের ক্ষুধায় আহার দিয়েছেন এবং সকল ভয়-ভীতি থেকে নিরাপদ রেখেছেন।