82. আল-ইনফিতার

اِذَا السَّمَآءُ انْفَطَرَتْۙ 1
1. যখন আকাশ ফেটে চৌঁচির হয়ে যাবে।
وَ اِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْۙ 2
2. যখন তারাগুলো একে একে খসে পড়তে থাকবে।
وَ اِذَا الْبِحَارُ فُجِّرَتْۙ 3
3. যখন সমুদ্রের তলা ফেটে জলোচ্ছাস তৈরি হবে।
وَ اِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْۙ 4
4. যখন সব কবরবাসীর বাঁধন খুলে দেয়া হবে।
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَ اَخَّرَتْؕ 5
5. তখন প্রত্যেকেই তার আমলনামায় জানতে পারবে কী সে তার সাথে নিয়ে এসেছিলো এবং কী পিছনে রেখে এসেছিলো।
یٰۤاَیُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِیْمِۙ 6
6. হে মানুষ, কীসের মোহে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় পড়ে আছো?
الَّذِیْ خَلَقَكَ فَسَوّٰىكَ فَعَدَلَكَۙ 7
7. অথচ তিনিই তোমাকে সুঠাম ও সুসামঞ্জস্য করে সৃষ্টি করেছেন।
فِیْۤ اَیِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَؕ 8
8. নিজের মনের মতো করে তোমায় আকৃতি-প্রকৃতি দিয়েছেন।
كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّیْنِۙ 9
9. না! না! বরং তোমরা পার্থিব মোহে বিচার দিনকে মিথ্যা মনে করছো।
وَ اِنَّ عَلَیْكُمْ لَحٰفِظِیْنَۙ 10
10. অথচ আমি তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত করে রেখেছি।
كِرَامًا كَاتِبِیْنَۙ 11
11. এমন সব সম্মানিত লেখকদেরকে,
یَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ 12
12. যারা তোমাদের প্রতিটি কাজকর্মই খুব ভালোকরে জানে।
اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍۚ 13
13. নিঃসন্দেহে পূণ্যবান লোকেরা সেদিন থাকবে পরমানন্দের জান্নাতে।
وَ اِنَّ الْفُجَّارَ لَفِیْ جَحِیْمٍۚۖ 14
14. আর পাপাচারীরা থাকবে ভয়ানক জাহান্নামে।
یَّصْلَوْنَهَا یَوْمَ الدِّیْنِ 15
15. হিসাব গ্রহণের পরপরই ওদেরকে সেখানে নিক্ষেপ করা হবে।
وَ مَا هُمْ عَنْهَا بِغَآئِبِیْنَؕ 16
16. এরপর সেখান থেকে ওরা আর কখনোই সরে আসতে পারবে না।
وَ مَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِۙ 17
17. হে মানুষ, তুমি কি জানো, বিচার দিনে কী ঘটবে?
ثُمَّ مَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِؕ 18
18. হ্যাঁ! তুমি কি সত্যিই জানো, বিচার দিনে কী ঘটবে?
یَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَیْـًٔا ؕ وَ الْاَمْرُ یَوْمَئِذٍ لِّلّٰهِ۠ 19
19. আসলে সেটা এমন একদিন হবে, যেদিন কোনো মানুষ কারও জন্য কিছুই করতে পারবে না। সেদিন সমস্ত ক্ষমতা-কর্তৃত্ব থাকবে আল্লাহর মুষ্ঠিবদ্ধ।