84. আল-ইনশিকাক

اِذَا السَّمَآءُ انْشَقَّتْۙ 1
1. একদিন আকাশ বিদীর্ণ হবে।
وَ اَذِنَتْ لِرَبِّهَا وَ حُقَّتْۙ 2
2. সে তার রবের এ হুকুম পালন করবে, আর এটাই তার ধর্ম।
وَ اِذَا الْاَرْضُ مُدَّتْۙ 3
3. একদিন সবকিছু ভরাট করে জমিনকে সম্প্রসারিত করা হবে।
وَ اَلْقَتْ مَا فِیْهَا وَ تَخَلَّتْۙ 4
4. জমিন তার গর্ভস্থ সবকিছু উদ্গিরণ করে খালি হয়ে যাবে।
وَ اَذِنَتْ لِرَبِّهَا وَ حُقَّتْؕ 5
5. সে তার রবের এ হুকুম পালন করবে, আর এটাই তার ধর্ম।
یٰۤاَیُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰی رَبِّكَ كَدْحًا فَمُلٰقِیْهِۚ 6
6. হে মানুষ, তুমি তোমার চেষ্ট-সাধনা দিয়ে, দিন দিন তোমার রবের দিকেই এগিয়ে চলছো। অচিরেই তাঁর বিচারের কাঠগড়ায় তুমি দাঁড়াবে।
فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖۙ 7
7. সেদিন যার আমলনামা ডান হাতে দেয়া হবে,
فَسَوْفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیْرًاۙ 8
8. তার হিসাব-নিকাশ হবে খুবই সহজ।
وَّ یَنْقَلِبُ اِلٰۤی اَهْلِهٖ مَسْرُوْرًاؕ 9
9. ফলে সে হাসিমুখে আপনজনদের কাছে ফিরে যাবে।
وَ اَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖۙ 10
10. আর যার আমলনামা পিছন দিক দিয়ে দেয়া হবে,
فَسَوْفَ یَدْعُوْا ثُبُوْرًاۙ 11
11. সে তখন বারবার মৃত্যু কামনা করবে।
وَّ یَصْلٰی سَعِیْرًاؕ 12
12. না! বরং সে জ্বলন্ত আগুনের মধ্যেই নিক্ষিপ্ত হবে।
اِنَّهٗ كَانَ فِیْۤ اَهْلِهٖ مَسْرُوْرًاؕ 13
13. কারণ দুনিয়ায় সে তার লোকজনের সাথে আনন্দ-ফূর্তি করে বেড়াতো।
اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ یَّحُوْرَۚۛ 14
14. ভাবতো, তাকে কখনোই আল্লাহর কাছে ফিরে আসতে হবে না।
بَلٰۤی ۛۚ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِیْرًاؕ 15
15. হ্যাঁ! অবশ্যই তাকে ফিরতে হবে। তার রব তার প্রতিটি পদক্ষেপের উপর তীক্ষ্ণ নজর রাখছেন।
فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِۙ 16
16. কসম সন্ধ্যাবেলার, দেখো! এক সময় সে হারিয়ে যায়।
وَ الَّیْلِ وَ مَا وَسَقَۙ 17
17. কসম রাতের, দেখো! একে একে তার অনেক রূপ আসে।
وَ الْقَمَرِ اِذَا اتَّسَقَۙ 18
18. কসম চাঁদের, দেখো! সেও ক্রমে ক্রমে ষোলকলায় পূর্ণ হয়।
لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ 19
19. কাজেই তোমরাও জীবনের একেকটা স্তর পেরিয়ে শেষ পর্যন্ত আমার কাছে পৌঁছে যাবে।
فَمَا لَهُمْ لَا یُؤْمِنُوْنَۙ 20
20. হায়! ওদের কি হয়েছে যে, এরপরও ওরা ঈমান আনছে না?
وَ اِذَا قُرِئَ عَلَیْهِمُ الْقُرْاٰنُ لَا یَسْجُدُوْنَؕ۩ 21
21. ওদের সামনে কুরআন পড়া হলে, ওরা সেজদায় লুটিয়ে পড়ছে না?
بَلِ الَّذِیْنَ كَفَرُوْا یُكَذِّبُوْنَؗۖ 22
22. বড় অবাক করা বিষয়! কাফেরেরা এতসব কিছুর পরেও সত্যকে প্রত্যাখ্যান করে চলছে।
وَ اللّٰهُ اَعْلَمُ بِمَا یُوْعُوْنَؗۖ 23
23. অথচ আল্লাহ ওদের অন্তরের লুকানো জিনিস পর্যন্ত খবর রাখেন।
فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍۙ 24
24. অতএব হে নবী, এসব পাপিষ্ঠদের মর্মান্তিক আযাবের সুসংবাদ দাও।
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ۠ 25
25. তবে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।