85. আল-বুরুজ

وَ السَّمَآءِ ذَاتِ الْبُرُوْجِۙ 1
1. কসম গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের।
وَ الْیَوْمِ الْمَوْعُوْدِۙ 2
2. ভাবো, প্রতিশ্রুত মহাবিচারের দিনে তোমার অবস্থা নিয়ে।
وَ شَاهِدٍ وَّ مَشْهُوْدٍؕ 3
3. ভাবো, একজন সবকিছু দেখছেন, সবকিছু পরিদৃষ্ট হচ্ছে।
قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِۙ 4
4. চেয়ে দেখো, ঈমানদারদের পুড়িয়ে মারার জন্য যারা অগ্নিকুন্ড তৈরি করেছিল, ওরাও ধ্বংস হয়ে গেছে।
النَّارِ ذَاتِ الْوَقُوْدِۙ 5
5. জ্বালানিপূর্ণ অগ্নিকুন্ডে যখন দাউদাউ করে আগুন জ্বলছিলো,
اِذْ هُمْ عَلَیْهَا قُعُوْدٌۙ 6
6. তখন ওরা তার আশেপাশে আরাম করে বসেছিলো,
وَّ هُمْ عَلٰی مَا یَفْعَلُوْنَ بِالْمُؤْمِنِیْنَ شُهُوْدٌؕ 7
7. এবং একেক করে সব ঈমানদারদের পুড়িয়ে মারার দৃশ্য উপভোগ করছিলো।
وَ مَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّاۤ اَنْ یُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِیْزِ الْحَمِیْدِۙ 8
8. ওরা সেদিন ঈমানদারদের শুধু এ কারণেই মেরেছিলো যে, তারা মহাপরাক্রমশালী ও সপ্রশংসিত এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি ঈমান এনেছে।
الَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌؕ 9
9. যে আল্লাহ মহাকাশ ও পৃথিবীর সর্বময় ক্ষমতার একক মালিক। বস্তুত আল্লাহ সবকিছুই দেখেন।
اِنَّ الَّذِیْنَ فَتَنُوا الْمُؤْمِنِیْنَ وَ الْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ یَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَ لَهُمْ عَذَابُ الْحَرِیْقِؕ 10
10. অতএব যারা ঈমানদার নর-নারীর উপর জুলুম-নিপীড়ন চালিয়েছে, ওরা যদি তওবা করে আল্লাহর পথে ফিরে না আসে, তবে ওদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের ভয়ানক আযাব, মাংসভেদী দহনযন্ত্রণা।
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؔؕ۬ ذٰلِكَ الْفَوْزُ الْكَبِیْرُؕ 11
11. আর যারা ঈমান এনেছে এবং সৎকর্মের পথে চলেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে ঝর্নাধারা ছুটে চলবে। আর এটাই হবে আসল সাফল্য।
اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِیْدٌؕ 12
12. নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।
اِنَّهٗ هُوَ یُبْدِئُ وَ یُعِیْدُۚ 13
13. জেনে রেখো, যে আল্লাহ মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন, সে আল্লাহই তাকে পুনর্জীবিত করবেন।
وَ هُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُۙ 14
14. বস্তুত আল্লাহ পরম ক্ষমাশীল, প্রেমময়।
ذُو الْعَرْشِ الْمَجِیْدُۙ 15
15. তিনি মহান আরশের মালিক, মহামহিম এক সত্তা।
فَعَّالٌ لِّمَا یُرِیْدُؕ 16
16. আল্লাহ যা চান, তা করেই ছাড়েন।
هَلْ اَتٰىكَ حَدِیْثُ الْجُنُوْدِۙ 17
17. হে নবী, তুমি কি সেসব বাহিনীর ধ্বংস-কাহিনী জানো?
فِرْعَوْنَ وَثَمُوْدَؕ 18
18. ঐ যে! ফেরাউন বা সমুদ জাতির?
بَلِ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ تَكْذِیْبٍۙ 19
19. হায়! এসব জানার পরেও কাফেরেরা মিথ্যাচারে পড়ে থাকছে।
وَّاللّٰهُ مِنْ وَّرَآئِهِمْ مُّحِیْطٌۚ 20
20. অথচ আল্লাহ চারদিক দিয়ে ওদের ঘিরে রেখেছেন।
بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِیْدٌۙ 21
21. ওরা যতোই মিথ্যাচার করুক, এ কুরআন উচ্চ মর্যাদা সম্পন্নই থাকবে।
فِیْ لَوْحٍ مَّحْفُوْظٍ۠ 22
22. যা ঊর্ধ্ব-জগতে লাওহে মাহফুজে সংরক্ষিত হয়ে আছে।