86. আত-তারিক
وَ السَّمَآءِ وَ الطَّارِقِۙ 1
1. কসম আকাশের! কসম রাতের!
وَ مَاۤ اَدْرٰىكَ مَا الطَّارِقُۙ 2
2. তুমি কি ধারণা করতে পারো যে, রাতে কী আবির্ভূত হয়?
النَّجْمُ الثَّاقِبُۙ 3
3. হ্যাঁ! অসংখ্য নক্ষত্র, যা অন্ধকারকে মিটিয়ে দেয়।
اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَیْهَا حَافِظٌؕ 4
4. আসলে প্রত্যেক মানুষের জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দেয়া হয়েছে।
فَلْیَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَؕ 5
5. অতএব হে মানুষ, একবার নিজের সৃষ্টি উপাদানটাই ভালো করে খেয়াল করো।
خُلِقَ مِنْ مَّآءٍ دَافِقٍۙ 6
6. দেখো! তোমাকে সামান্য সবেগে নির্গত এক ফোটা পানি থেকেই সৃষ্টি করা হয়েছে।
یَّخْرُجُ مِنْۢ بَیْنِ الصُّلْبِ وَ التَّرَآئِبِؕ 7
7. যা নির্গত হয় মেরুদন্ড ও পাঁজরের ভিতর থেকে।
اِنَّهٗ عَلٰی رَجْعِهٖ لَقَادِرٌؕ 8
8. নিঃসন্দেহে যিনি প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন, তিনি পুনরায়ও সৃষ্টি করতে সক্ষম।
یَوْمَ تُبْلَی السَّرَآئِرُۙ 9
9. জবাবদিহিতার দিনে মানুষের গোপন বিষয়াদি পর্যন্ত যাচাই-বাছাই করে মূল্যায়ন করা হবে।
فَمَا لَهٗ مِنْ قُوَّةٍ وَّ لَا نَاصِرٍؕ 10
10. সেদিন কারও কোনো ক্ষমতা থাকবে না। কেউ কারো সাহায্যে আসবে না।
وَ السَّمَآءِ ذَاتِ الرَّجْعِۙ 11
11. কসম আকাশের, দেখো তা ক্রমাগত বৃষ্টি বর্ষণ করে।
وَ الْاَرْ ضِ ذَاتِ الصَّدْعِۙ 12
12. কসম জমিনের, দেখো তা উদ্ভিদ জন্মাতে প্রতিনিয়ত বিদীর্ণ হয়।
اِنَّهٗ لَقَوْلٌ فَصْلٌۙ 13
13. তেমনি এ কুরআনও আল্লাহর বাণী, যা সত্য-মিথ্যার মীমাংসাকারী।
وَّ مَا هُوَ بِالْهَزْلِؕ 14
14. এটি কোনো কল্পকাহিনী বা হাসি-ঠাট্টার বিষয় নয়।
اِنَّهُمْ یَكِیْدُوْنَ كَیْدًاۙ 15
15. নিশ্চয়ই এসব সত্যবিমুখেরা আমার দ্বীনের বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
وَّ اَكِیْدُ كَیْدًاۚۖ 16
16. আর আমিও ওদের শায়েস্তা করার জন্য সকল কর্মকৌশল প্রস্তুত করে রেখেছি।
فَمَهِّلِ الْكٰفِرِیْنَ اَمْهِلْهُمْ رُوَیْدًا۠ 17
17. অতএব হে নবী, এখন ওদেরকে একটু অবকাশ দাও। কিছু ষড়যন্ত্র ওরা পাকিয়ে নিক!