87. আল-আ'লা
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَیۙ 1
1. হে নবী, তুমি তোমার সুমহান রবের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।
الَّذِیْ خَلَقَ فَسَوّٰی۪ۙ 2
2. কেননা তিনিই সবকিছু সৃষ্টি করেছেন এবং এর সুঠাম-সুসম করেছেন।
وَ الَّذِیْ قَدَّرَ فَهَدٰی۪ۙ 3
3. তিনি সবার পরিমিত বিকাশ সাধন করেছেন এবং সহজ-সঠিক পথ দেখিয়েছেন।
وَ الَّذِیْۤ اَخْرَجَ الْمَرْعٰی۪ۙ 4
4. তিনি জমিনের বুক চিরে নানা ধরনের তৃণলতা উৎপন্ন করছেন।
فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰیؕ 5
5. আবার এক সময় এসবকে ধূসর আবর্জনায় পরিণত করছেন।
سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰۤیۙ 6
6. হে নবী, আমি তোমাকে এ কুরআন এমনভাবে পড়িয়ে দেবো, যার পর তুমি আর কখনোই তা ভুলবে না।
اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ وَ مَا یَخْفٰیؕ 7
7. তবে আল্লাহ যদি তোমায় কিছু ভুলিয়ে দিতে চান; তা ভিন্ন কথা। নিশ্চয়ই আল্লাহ প্রকাশ্য ও গোপন সবই জানেন।
وَ نُیَسِّرُكَ لِلْیُسْرٰیۚۖ 8
8. আমি তোমার জন্য চলার পথকে ক্রমান্বয়ে আরো সহজ করে দিবো।
فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰیؕ 9
9. অতএব হে নবী, তুমি লোকদের উপদেশ দিতে থাকো। আশা করা যায়, উপদেশ অনেকের কাজে আসবে।
سَیَذَّكَّرُ مَنْ یَّخْشٰیۙ 10
10. যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, সে তোমার উপদেশ থেকে শিক্ষা নেবে।
وَ یَتَجَنَّبُهَا الْاَشْقَیۙ 11
11. আর যে এ উপদেশ দেখেও পাশ কাটিয়ে যাবে, সে সত্যিই হতভাগা।
الَّذِیْ یَصْلَی النَّارَ الْكُبْرٰیۚ 12
12. ওর কপালে ভয়াবহ অগ্নিকুন্ড লেখা রয়েছে।
ثُمَّ لَا یَمُوْتُ فِیْهَا وَ لَا یَحْیٰیؕ 13
13. সেখানে না সে মরবে, আর না বাঁচবে।
قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰیۙ 14
14. নিশ্চয়ই সে সফল হয়েছে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে।
وَ ذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰیؕ 15
15. যে সবসময় আপন রবের নাম জপতে থাকে এবং নামাজ আদায় করে।
بَلْ تُؤْثِرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَاؗۖ 16
16. কিন্তু হে মানুষ, এতসব কিছু জানার পরেও তোমরা পার্থিব জীবনকেই অগ্রাধিকার দিচ্ছো।
وَ الْاٰخِرَةُ خَیْرٌ وَّ اَبْقٰیؕ 17
17. অথচ তোমাদের জন্য পরকালই উৎকৃষ্ট এবং স্থায়ী।
اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الْاُوْلٰیۙ 18
18. শুধু কুরআনেই নয়, পূর্ববর্তী সব আসমানি কিতাবেও একথা বলা হয়েছিলো।
صُحُفِ اِبْرٰهِیْمَ وَ مُوْسٰی۠ 19
19. এমনকি ইবরাহিম ও মুসার সহিফাতেও।