91. আশ-শামস
وَ الشَّمْسِ وَ ضُحٰىهَا۪ۙ 1
1. কসম সূর্যের, দেখো! সে উজ্জ্বল আলো বহন করে।
وَ الْقَمَرِ اِذَا تَلٰىهَا۪ۙ 2
2. কসম চাঁদের, দেখো! সে সূর্যের আলোর প্রতিফলন ঘটায়।
وَ النَّهَارِ اِذَا جَلّٰىهَا۪ۙ 3
3. কসম দিনের, দেখো! সে সূর্যের আলোয় নিজেকে রাঙায়।
وَ الَّیْلِ اِذَا یَغْشٰىهَا۪ۙ 4
4. কসম রাতের, দেখো! সে সূর্যকে আঁধারে ঢেকে দেয়।
وَ السَّمَآءِ وَ مَا بَنٰىهَا۪ۙ 5
5. কসম আকাশের, ভাবো এর নির্মাতার বিস্ময়কর নির্মাণশৈলী নিয়ে।
وَ الْاَرْضِ وَ مَا طَحٰىهَا۪ۙ 6
6. কসম জমিনের, ভাবো তাঁর কথা, যিনি একে বিছিয়ে রেখেছেন।
وَ نَفْسٍ وَّ مَا سَوّٰىهَا۪ۙ 7
7. কসম খোদ মানুষের, ভাবো সে স্রষ্টার কথা, যিনি এ মানুষকে সর্বোত্তম আকৃতি-প্রকৃতি দিয়ে সুবিন্যস্ত করেছেন।
فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَ تَقْوٰىهَا۪ۙ 8
8. জেনে রেখো, সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে আল্লাহ পাপ ও পূণ্যের প্রবণতা তৈরি করে রেখেছেন।
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَا۪ۙ 9
9. কাজেই যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, সে-ই সফল।
وَ قَدْ خَابَ مَنْ دَسّٰىهَاؕ 10
10. আর যে নিজেকে কলুষিত করেছে, সে ব্যর্থ।
كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَا۪ۤۙ 11
11. একসময় সামুদ জাতিও দম্ভভরে সত্যকে প্রত্যাখ্যান করেছিলো।
اِذِ انْۢبَعَثَ اَشْقٰىهَا۪ۙ 12
12. এমনকি শেষ পর্যন্ত যখন ওদের সবচেয়ে দুষ্ট ও হতভাগা লোকটি ক্ষেপে গেলো।
فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَ سُقْیٰهَاؕ 13
13. তখনও আল্লাহর রসুল ওদেরকে সাবধান করছিলো, খবরদার! এটা আল্লাহর উটনী, তোমরা একে পানি পান করতে বাধা দিও না।
فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا ۪ۙ۬ فَدَمْدَمَ عَلَیْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَا۪ۙ 14
14. কিন্তু ওরা রসুলের আহ্বানকে অস্বীকার করলো এবং উটনীকে নির্মমভাবে হত্যা করলো। আহ! ওদের পাপের শাস্তি হিসেবে আল্লাহ ওদেরসহ পুরো জনপদকেই মাটির সাথে মিশিয়ে দিলেন।
وَ لَا یَخَافُ عُقْبٰهَا۠ 15
15. সেদিন ওদেরকে শাস্তি দিতে আল্লাহর একটুও কষ্ট লাগেনি।