92. আল-লাইল

وَ الَّیْلِ اِذَا یَغْشٰیۙ 1
1. কসম রাতের, দেখো! সে সব কিছুকেই আঁধারে ঢেকে নেয়।
وَ النَّهَارِ اِذَا تَجَلّٰیۙ 2
2. কসম দিনের, দেখো! সে সব কিছুকেই আলোতে উদ্ভাসিত করে।
وَ مَا خَلَقَ الذَّكَرَ وَ الْاُنْثٰۤیۙ 3
3. কসম সে মহান সত্তার, যিনি তোমাদের নারী ও পুরুষে সৃষ্টি করেছেন।
اِنَّ سَعْیَكُمْ لَشَتّٰیؕ 4
4. হে মানুষ, নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা ভিন্নভিন্ন লক্ষ্যপানে ছুটছে।
فَاَمَّا مَنْ اَعْطٰی وَ اتَّقٰیۙ 5
5. কাজেই যে আল্লাহর জন্য অর্থ-সম্পদ দান করে ও তাকওয়ার পথে চলে,
وَ صَدَّقَ بِالْحُسْنٰیۙ 6
6. এবং সৎকর্মকে জীবনের অবলম্বন বানিয়ে নেয়,
فَسَنُیَسِّرُهٗ لِلْیُسْرٰیؕ 7
7. আমি সাফল্যের সরল পথে চলাকে তার জন্য আরো সহজ করে দেবো।
وَ اَمَّا مَنْۢ بَخِلَ وَ اسْتَغْنٰیۙ 8
8. আর যে কৃপণতা করে ও আল্লাহর ব্যাপারে বেপরোয়া হয়ে যায়,
وَ كَذَّبَ بِالْحُسْنٰیۙ 9
9. এবং অসৎকর্মকে জীবনের অবলম্বন বানিয়ে নেয়,
فَسَنُیَسِّرُهٗ لِلْعُسْرٰیؕ 10
10. আমি তার জন্য দুঃখ-দুর্দশা ও ধ্বংসের পথে চলাকে সহজ করে দেবো।
وَ مَا یُغْنِیْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰیؕ 11
11. হায়! ধ্বংস হয়ে গেলে তার এ ধন-সম্পত্তি তার কোন্ কাজে লাগবে?
اِنَّ عَلَیْنَا لَلْهُدٰیؗۖ 12
12. হ্যাঁ! তোমাদের সহজ-সঠিক পথনির্দেশ দেয়া আমারই দায়িত্ব।
وَ اِنَّ لَنَا لَلْاٰخِرَةَ وَ الْاُوْلٰی 13
13. কেননা একমাত্র আমিই দুনিয়া ও আখেরাতের সর্বময় ক্ষমতার মালিক।
فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰیۚ 14
14. তাই হে মানুষ, আমি তোমাদের এক জ্বলন্ত অগ্নিকুন্ডের ব্যাপারে সতর্ক করছি।
لَا یَصْلٰىهَاۤ اِلَّا الْاَشْقَیۙ 15
15. প্রত্যেক পাপিষ্ঠ হতভাগাই সে আগুনে পুড়বে।
الَّذِیْ كَذَّبَ وَ تَوَلّٰیؕ 16
16. কেননা সত্যকে মিথ্যা বলা এবং এর থেকে মুখ ফিরিয়ে থাকার এটাই পরিণতি।
وَ سَیُجَنَّبُهَا الْاَتْقَیۙ 17
17. তবে আল্লাহর প্রিয় মুত্তাকী বান্দাদেরকে এ শাস্তি কখনো স্পর্শ করবে না।
الَّذِیْ یُؤْتِیْ مَالَهٗ یَتَزَكّٰیۚ 18
18. কেননা তারা নিজেদের আত্মশুদ্ধির জন্য আল্লাহর পথে অকাতরে ধন-সম্পত্তি ব্যয় করেছে।
وَ مَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰۤیۙ 19
19. এমনকি, এ জন্য কারও কাছ থেকে কোন পার্থিব প্রতিদানেরও আশা করেনি।
اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰیۚ 20
20. কেবল মহান রবের সন্তুষ্টি লাভই ছিলো তাদের লক্ষ্য।
وَ لَسَوْفَ یَرْضٰی۠ 21
21. আল্লাহ তাঁর এ ধরনের বান্দাদের উপর বড়ই সন্তুষ্ট।