93. আদ-দুহা
وَ الضُّحٰیۙ 1
1. শপথ আলো ঝলমলে সকালের।
وَ الَّیْلِ اِذَا سَجٰیۙ 2
2. শপথ নিঝুম কালো রাতের।
مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلٰیؕ 3
3. হে নবী, তোমার রব না তোমায় পরিত্যাগ করেছেন, আর না তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন।
وَ لَلْاٰخِرَةُ خَیْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰیؕ 4
4. নিঃসন্দেহে তোমার আগামীর দিনগুলো অতীত সময়ের চেয়ে অনেক অনেক ভালো হবে।
وَ لَسَوْفَ یُعْطِیْكَ رَبُّكَ فَتَرْضٰیؕ 5
5. অচিরেই তোমার রব তোমাকে এতসব নেয়ামত দান করবেন যে, খুশিতে তোমার মন ভরে যাবে।
اَلَمْ یَجِدْكَ یَتِیْمًا فَاٰوٰی۪ 6
6. হে নবী, তুমি তো এতিম ছিলে। আমি কি তোমায় আশ্রয় দেইনি?
وَ وَجَدَكَ ضَآلًّا فَهَدٰی۪ 7
7. তুমি তো পথহারা ছিলে, আমি কি তোমায় সত্য পথের সন্ধান দেইনি?
وَ وَجَدَكَ عَآئِلًا فَاَغْنٰیؕ 8
8. তুমি তো নিঃস্ব-অসহায় ছিলে, আমি কি তোমায় অভবমুক্ত করিনি?
فَاَمَّا الْیَتِیْمَ فَلَا تَقْهَرْؕ 9
9. অতএব হে নবী, তুমি এতিমদের প্রতি কঠোর হয়ো না।
وَ اَمَّا السَّآئِلَ فَلَا تَنْهَرْؕ 10
10. কোনো সাহায্য প্রার্থীকে তিরস্কার করে তাড়িয়ে দিও না।
وَ اَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ۠ 11
11. আর সবসময় তোমায় দেয়া তোমার রবের অনুগ্রহের কথা প্রকাশ করো।