94. আল-ইনশিরাহ

اَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَۙ 1
1. হে নবী, আমি কি তোমার জন্য তোমার অন্তরকে প্রশস্ত করে দেইনি?
وَ وَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ 2
2. আমি কি তোমার উপর থেকে ভারি বোঝা অপসারণ করিনি?
الَّذِیْۤ اَنْقَضَ ظَهْرَكَۙ 3
3. যার ভারে তোমার কোমর নুয়ে যাচ্ছিলো?
وَ رَفَعْنَا لَكَ ذِكْرَكَؕ 4
4. আমি কি তোমর সম্মান-মর্যাদার খ্যাতি জগত জুড়ে সুউচ্চ করিনি?
فَاِنَّ مَعَ الْعُسْرِ یُسْرًاۙ 5
5. হে নবী, মনে রেখো! প্রতিটি কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।
اِنَّ مَعَ الْعُسْرِ یُسْرًاؕ 6
6. নিঃসন্দেহে প্রতিটি কষ্টের সাথে রয়েছে স্বস্তি।
فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ 7
7. অতএব হে নবী, যখনই সময় পাও, তোমার রবের ইবাদাতে মগ্ন হও।
وَ اِلٰی رَبِّكَ فَارْغَبْ۠ 8
8. এবং আপন প্রভুর সান্নিধ্যে একান্তে মনোনিবেশ করো।