95. আত-ত্বীন
وَ التِّیْنِ وَ الزَّیْتُوْنِۙ 1
1. কসম তীন ও যায়তুনের।
وَ طُوْرِ سِیْنِیْنَۙ 2
2. কসম সিনাই উপত্যকার।
وَ هٰذَا الْبَلَدِ الْاَمِیْنِۙ 3
3. কসম নিরাপদ এ মক্কা নগরীর।
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْۤ اَحْسَنِ تَقْوِیْمٍؗ 4
4. দেখো! আমি মানুষকে সর্বোত্তম আকৃতি-প্রকৃতি দিয়েই সৃষ্টি করেছি।
ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سٰفِلِیْنَۙ 5
5. কিন্তু এ মানুষই আবার অন্যায়-অপকর্ম করতে করতে এতো নিচ্ ও হীনতর হয়ে যায়, যা অন্য কারও পক্ষে সম্ভব নয়।
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍؕ 6
6. তবে যারা সত্যকে মেনে নিয়েছে এবং সৎকর্ম করেছে, তারা এমনটা নয়। কাজেই তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
فَمَا یُكَذِّبُكَ بَعْدُ بِالدِّیْنِؕ 7
7. অতএব হে মানুষ, এরপরও কেন তুমি কর্মফল দিবসকে মিথ্যা ভাবছো?
اَلَیْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِیْنَ۠ 8
8. ভেবে বলো, আল্লাহ কি সকল বিচারকের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?