97. আল-কাদর
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَةِ الْقَدْرِۚۖ 1
1. নিশ্চয়ই আমি এ কুরআনকে নাযিল করেছি কদরের রাতে।
وَ مَاۤ اَدْرٰىكَ مَا لَیْلَةُ الْقَدْرِؕ 2
2. তুমি কি জানো যে, কদরের রাতের মর্যাদা-বৈশিষ্ট্য কী?
لَیْلَةُ الْقَدْرِ ۙ۬ خَیْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍؕؔ 3
3. হ্যাঁ! এ এক রাত হাজার মাসের চেয়েও বেশি উত্তম।
تَنَزَّلُ الْمَلٰٓئِكَةُ وَ الرُّوْحُ فِیْهَا بِاِذْنِ رَبِّهِمْ ۚ مِنْ كُلِّ اَمْرٍۙۛ 4
4. এ রাতে জিবরিলের নেতৃত্বে ফেরেশতারা আপন রবের অনুমতিতে প্রতিটি নির্দেশ নিয়ে দলে দলে নেমে আসে।
سَلٰمٌ ۛ۫ هِیَ حَتّٰی مَطْلَعِ الْفَجْرِ۠ 5
5. শান্তিময় সে রাত, ফজর পর্যন্ত যা অব্যাহত থাকে।