98. আল-বায়্যিনাহ

لَمْ یَكُنِ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَ الْمُشْرِكِیْنَ مُنْفَكِّیْنَ حَتّٰی تَاْتِیَهُمُ الْبَیِّنَةُۙ 1
1. আহলে কিতাব ও মুশরিকদের একটা বড় অংশ কুফরির উপর এমন জেদ ধরেছে যে, চোখের সামনে সুস্পষ্ট প্রমাণ দেখার আগ পর্যন্ত ওরা সত্যকে গ্রহণ করবে না।
رَسُوْلٌ مِّنَ اللّٰهِ یَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةًۙ 2
2. অথচ আল্লাহর প্রেরিত এক রসুল ওদেরকে পবিত্র আসমানি কিতাব পড়ে শুনাচ্ছেন।
فِیْهَا كُتُبٌ قَیِّمَةٌؕ 3
3. যে কিতাব শাশ্বত সত্যবাণী বহন করছে।
وَ مَا تَفَرَّقَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنَةُؕ 4
4. এসব আহলে কিতাবিরা আগেও সত্যের সুস্পষ্ট নির্দেশনা পাওয়া সত্ত্বেও, নিজেদের পারস্পরিক বিদ্বেষের কারণে নানা দল ও মতে বিভক্ত হয়েছিলো।
وَ مَاۤ اُمِرُوْۤا اِلَّا لِیَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۙ۬ حُنَفَآءَ وَ یُقِیْمُوا الصَّلٰوةَ وَ یُؤْتُوا الزَّكٰوةَ وَ ذٰلِكَ دِیْنُ الْقَیِّمَةِؕ 5
5. অথচ ওদেরকে শুধু এ নির্দেশই দেয়া হয়েছিলো যে, তোমরা বিশুদ্ধচিত্তে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর ইবাদত করো, নামাজ কয়েম করো এবং যাকাত আদায় করো। মনে রেখো, এটাই আল্লাহর চিরায়ত শাশ্বত দ্বীন।
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَ الْمُشْرِكِیْنَ فِیْ نَارِ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ؕ اُولٰٓئِكَ هُمْ شَرُّ الْبَرِیَّةِؕ 6
6. অতএব সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরও আহলে কিতাব ও মুশরিকদের যারা সত্য অস্বীকারে জেদ ধরে থাকবে, ওরা অবশ্যই জাহান্নামের অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হবে এবং সেখানেই চিরকাল পড়ে থাকবে। হায়! এখন ওরাই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট!
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ ۙ اُولٰٓئِكَ هُمْ خَیْرُ الْبَرِیَّةِؕ 7
7. কেননা যারা সত্যের প্রতি ঈমান এনেছে এবং জীবনভর সৎকর্ম করেছে, কেবল তারাই সৃষ্টির সেরা হতে পারে।
جَزَآؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ رَضِیَ اللّٰهُ عَنْهُمْ وَ رَضُوْا عَنْهُ ؕ ذٰلِكَ لِمَنْ خَشِیَ رَبَّهٗ۠ 8
8. তাদের রব পুরস্কার হিসাবে তাদেরকে চিরকালের জন্য স্থায়ী জান্নাত দান করবেন, যার পাদদেশে থাকবে বহমান ঝর্নাধারা। আল্লাহ তাঁর এসব বান্দাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এ সন্তুষ্টির সনদ কেবল তাদের প্রাপ্য, যারা আপন রবকে ভয় করে চলে।